সোনাগাজী উপজেলার ৪টি ইউনিয়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। প্রতি ইউনিয়নে নয়টি গ্রাম/ওয়ার্ডে মোট ৩৬ টি গ্রামের (প্রতি গ্রামে ৬০ পরিবার করে) মোট ২১৬০ পরিবার এই প্রকল্পের আওতাভূক্ত করা হয়েছে। ২০১০- ২০১১ অর্থ বছরে অত্র উপজেলায় সম্পদ হস্তান্তরের জন্য মোট ২৮,০০,০০০ টাকা বরাদ্দ পাওয়া গিয়েছে। প্রকল্পের সম্পদ হস্তান্তরের আওতায় সুফলভোগীদের মধ্যে ১০০ জন বকনা/ গাভী, ৪৪ জন/পরিবার কে ঢেউ টিন, ৩০ জন/পরিবার কে হাঁস-মুরগীর বাচ্চা, ৯০ জন/পরিবার কে গাছের চারা, এবং ১২০ জনের/পরিবারের মধ্যে শাক সবজির বীজ বিতরন সম্পন্ন করা হয়েছে।
২০১১-২০১২ অর্থ বছরে সদস্যদের মাসিক ২০০ (দুইশত) টাকা করে সঞ্চয় জমার বিপরীতে সরকার মাসিক ২০০ (দুইশত) টাকা করে সঞ্চয় বোনাস প্রদান করছেন। ২০১১-১২ অর্থ বছরে সঞ্চয় জমার বিপরীতে মোট ৩৬ টি সমিতির জন্য ২৯,৩৬০০০/= (উনত্রিশ লক্ষ ছত্রিশ হাজার) টাকা সঞ্চয় বোনাস সরকার/প্রকল্প দপ্তর থেকে বরাদ্দ পাওয়া গিয়াছে। উক্ত বরাদ্দের বিপরীতে সদস্য সঞ্চয় জমার পরিমান ১২/০৭/২০১২ ইং পর্যন্ত ২১,২৮০০০/= (একুশ লক্ষ আটাশ হাজার) টাকা। এছাড়া প্রকল্প ভুক্ত ৩৬ টি সমিতির সদস্যদের প্রশিক্ষণোত্তর ঋণ সহায়তা হিসেবে ২০১১-২০১২ অর্থ বছরে ৪০,৮৮,০০০/= (চল্লিশ লক্ষ আটাশি হাজার) টাকা বরাদ্দ পাওয়া গিয়াছে এবং উক্ত টাকা ৩৬ টি সমিতির ব্যাংক হিসাব নম্বরের স্থানান্তর করা হয়েছে। ২০১১-২০১২ অর্থ বছরে প্রকল্পের ৩৬টি সমিতির সভাপতি ও ম্যানেজারদের এবং বিষয় ভিত্তিক ১৪৪ জন সদস্যকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।১২/০৮/২০১২ ইং পর্যন্ত ২৯,৩৬০০০/= (উনত্রিশ লক্ষ ছত্রিশ হাজার) টাকা।
প্রকল্প ভুক্ত সমিতির সদস্যদের মাঝে ৬০ ,০০০০০/- (ষাট লক্ষ) টাকা ঋণ বিতরণ করা হয়েছে।
অত্র উপজেলায় বিআরডিবি’র বাস্তবায়নাধীন
অন্যান্য প্রকল্প সমূহ
১। পল্লী দারিদ্র বিমোচন কর্মসূচী(পদাবিক)।
২। সমন্মিত দারিদ্র বিমোচর কর্মসূচী (সদাবিক)।
৩। পল্লী প্রগতি প্রকল্প।
৪। অস্বচ্ছল মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্যদের আত্মকর্মসংস্থান কর্মসূচী।
৫। অপ্রধান শস্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও বাজারজাত করণ কর্মসূচী (দ্বিতীয় পর্যায়)।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS